পোশাক ফতোয়া ও নারী
নারীর ওপর চাপিয়ে দেওয়া পুরুষের হাজারো ফতোয়ার মধ্যে একটা ফতোয়া হল পোশাক ফতোয়া, যা নিজের পরিবারের গণ্ডি ছাড়িয়ে পাড়ার মেয়ে, স্কুলের দিদিমণি, অফিসযাত্রী, বৌমা, সবার ওপর জারি করা হয়ে থাকে। অথচ যে পোশাক সমাজ নির্দিষ্ট করে দিচ্ছে সেটা কতটা বহন করতে পারছে মেয়েটি তা জানার বা বোঝার চেষ্টা করা হয়না। নারীকে পুরুষ কতটা সুযোগ দেবে কিংবা আদৌ কোনো অধিকার ভোগের সুযোগ দেবে কি না সবটুকু পরিবর্তনের সুতো পিতৃতন্ত্র নিজের লাটাইতে গুটিয়ে রেখেছে।
by শর্মিলা ঘোষ | 11 August, 2022 | 815 | Tags : women and dress Freedom of dress patriarchy